Wednesday, April 26, 2017

সাধারণ জ্ঞানের অসাধারণ আয়োজন ....

☆ এক কাপ কফিতে ১০০ এরও বেশি রাসায়নিক পদার্থ
আছে।
☆ গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে
নামানো যায় না ।
☆ চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
☆ হাসার জন্য ব্রেন এর পাঁচটি অংশের কার্যক্রম এর
প্রয়োজন হয়!! তাই হাসাটা এত সহজ নয়!!
☆ হিটলার এবং স্টালিন; যারা ৪ কোটি মানুষ হত্যার
জন্যে দায়ী; তারাই শান্তিতে নোবেল পুরুস্কারের
জন্যে মনোনীত হয়েছিলেন।
☆ কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর
সরাসরি গিলে ফেলে!!
☆ কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে
স্বপ্ন দেখছে না!!
☆ ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের
শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!
☆ একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট
উপর
থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা
ব্যাথা পায় না বা আহত হয় না!!
☆ একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার
ভিটামিন থাকে!!
☆ একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ
০.০০২৫ গ্রাম!
☆ কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!!
☆কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে
একত্রেও সেই পরিমাণ লেক নেই।।
☆ কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।
☆ গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের মধ্যে ২৫%
লোকের
জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন হয়।।
☆ গোল্ড ফিস ৩ সেকেন্ডের জন্যে তার স্মৃতিশক্তি ধরে
রাখতে পারে।
☆ ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!!
☆ চিতা হল স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির
প্রাণী!! এটা ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে
পারে!! আর মাত্র ৩ সেকেন্ডে এটা শূন্য থেকে ঘণ্টায়
১০০ কিলোমিটার গতি তুলতে পারে যা প্রাণিজগতে
অদ্বিতীয়!!
☆ জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হলোপাহাড় 

No comments:

Post a Comment

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড বাংলালিংক'র গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টারকার্ড। ক...