Wednesday, May 24, 2017

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড


বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড

বাংলালিংক'র গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টারকার্ড। কার্ড ইস্যু করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক- এমটিবি। আর ডিজিটাল লেনদেনে ব্যবহার হবে মাস্টারকার্ডের শক্তিশালী নেটওয়ার্ক। গতকাল (বুধবার) এই মাস্টার কার্ডের উদ্বোধন করে এ কথা জানানো হয়।

শুধু বাংলালিংক গ্রাহকরা এই কার্ড ব্যবহারের সুবিধা পেলেও এর ফলে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে দেশ আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করে তিন প্রতিষ্ঠানই।

দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে কয়েক বছর ধরেই গুরুত্ব পাচ্ছে সব পর্যায়ের মানুষের অংশগ্রহণের নীতি বা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। এক্ষেত্রে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও উন্নত সেবা নিশ্চিত করতে ক্রমেই বাড়ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের পরিধি।

এই সেবাকে আরও সহজ করতে ৩ কোটিরও বেশি গ্রাহকের মোবাইল অপারেটর বাংলালিংক চালু করেছে প্রি-পেইড মাস্টারকার্ড 'আমার প্রথম ইজি পেমেন্ট কার্ড'। বাংলালিংক গ্রাহকরা বিনামূল্যে পাবেন এই কার্ড।

গ্রাহকদের প্রত্যাশা যেন নিরাপদ রাখা হয় তাদের প্রতিটি লেনদেন।

এক গ্রাহক বলেন, 'এখন যেহেতু আমরা ইন্টারনেটে অনেক কেনাকাটা করি। আমাদের পেমেন্টটাও সহজ হয়ে যাচ্ছে। যেহেতু কার্ড ব্যাবহার করাতে অনেক জালিয়াতি হতে পারে। তাই নিরাপত্তাটা যেনো নিশ্চিত করা হয়।'

বাংলালিংক কর্তৃপক্ষ বলছে, এমটিবি থেকে ক্যাশ ইন করার পর এই কার্ড ব্যবহার করে কেনাকাটা, মোবাইলের ব্যাল্যান্স রিচার্জ, নগদ টাকা উত্তোলনসহ নানা বোনাস সুবিধা পাবেন গ্রাহকরা।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, 'আমাদের ৩ কোটির বেশি গ্রাহক এবং দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক। গ্রাহকদের অনেকেই ব্যাংকিং কার্যক্রমের বাইরে। তাদের অন্তর্ভুক্ত করেই আমরা এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছি। আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি একটি বড় পদক্ষেপ।'

এই উদ্যোগ আর্থিক লেনদেনে আরও শৃঙ্খলা নিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যাংক কর্তৃপক্ষের।

এমটিবি'র সিইও আনিস এ খান বলেন, 'আমাদের যেসব জনগণ ক্রেডিট কার্ড পায় না। এই প্রি-পেইড কার্ডের মাধ্যমে তাদের একটা ধারণা হবে, ক্রেডিট কার্ড কিভাবে ব্যবহার করতে হয়। অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে আমাদের যে জ্ঞান এবং শৃঙ্খলা সেটা সামনে আরো উন্নত হবে।'

দেশে-বিদেশে অর্থ লেনদেনে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার কথা জানালেন মাস্টারকার্ড কর্তৃপক্ষ।

রমজানের মাঝামাঝি থেকে এই কার্ড পাবেন বাংলালিংক গ্রাহকরা।

No comments:

Post a Comment

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড বাংলালিংক'র গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টারকার্ড। ক...