Saturday, April 29, 2017

বিগত তিন বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও তা নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি দাবি করেছেন, গত তিন বছরে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। সরকারের নানা উদ্যোগের কারণে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
তবে এখনো পরীক্ষা শুরুর আধা ঘণ্টা বা এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘এর সাথে এক শ্রেণির দুর্নীতিগ্রস্ত শিক্ষক জড়িত। পরীক্ষার হলে বিতরণের উদ্দেশে যে শিক্ষকরা নির্দিষ্ট স্থান থেকে প্রশ্নপত্র আনতে যান, তারাই মাঝ পথে এ প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছেন। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এ শিক্ষকরা শিক্ষক নামের কলঙ্ক, এরা কুলাঙ্গার। এবার এমন কিছু কুলাঙ্গার শিক্ষকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।’
জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘কানেক্টিং ক্লাসরুম’ শীর্ষক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্রিটিশ কাউন্সিল এ প্রোগ্রামের আয়োজন করে।
এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক শামসুল হুদা। সভাপতিত্ব করেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম।
নীতিবান শিক্ষকরা সরকারের শিক্ষা পরিবারের মাথার তাজ উল্লেখ করে নাহিদ বলেন, ‘এমন শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধ পরিকর।’
মন্ত্রী জানান, কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে সরকার আইন করতে যাচ্ছে। যে শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিংয়ে পড়াতে ব্যস্ত থাকেন, তাদেরকেও এ আইনের আওতায় আনা হবে।
এদিকে নতুন প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তি সম্পন্ন জ্ঞানে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে চলেছে উল্লেখ করে মন্ত্রী জানান, নায়েম ২৪ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করছে।
তবে তিনি বলেন, এ শিক্ষকদের নিজেদেরকে আগে নৈতিকতাবোধ ও মূল্যবোধ সম্পন্ন হতে হবে। তা না হলে তারা নতুন প্রজন্মকে চরিত্রবান, দেশপ্রেমিক ও ভালো মানুষ হিসেকে গড়ে তুলতে পারবেন না।
শিক্ষামন্ত্রী ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে ‘কানেক্টিং ক্লাসরুম’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের শিক্ষার লক্ষ্য অর্জনে তা সহায়ক হবে।
বারবারা উইকহ্যাম বলেন, এ দেশের শিক্ষার্থীদের ২১ শতকের জ্ঞান ও দক্ষতা অর্জন করানোই তাদের লক্ষ্য ও উদ্দেশ। এ লক্ষ্য অর্জনে তারা এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে চলেছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা ভূমিকা রাখতে পারবেন। আর শিক্ষকদেরকে মটিভেট করতে আজ শিক্ষা কর্মকর্তাদের জন্য ব্রিটিশ কাউন্সিল এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে
উৎস: ঢাকাটাইমস

Friday, April 28, 2017

নোয়াখালী ও নোয়াখাইল্লাদের নিয়ে নাশকতা বন্ধ করুন !

যারা নোয়াখালী বিভাগ আন্দোলন এবং  নোয়াখালী থেকে ঢাকা আসতে পাসপোর্ট লাগবে এই বিষয় নিয়ে ট্রলিং করছেন এবং লেখাটা তাদের জন্য।।
নোয়াখালীর মানুষ বিভাগের দাবিতে আন্দোলন করছে। তারা নিয়মতান্ত্রিক উপায়ে তাদের দাবি জানিয়ে আসছে কারো কোন ক্ষতি না করে। অনেক বছর আগে চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে নতুন বিভাগ গঠনের উদেশ্যে গঠিত মুশফিক কমিটিও নোয়াখালী বিভাগ গঠনের জন্য সুপারিশ করেছিলো।
'নোয়াখালী বিভাগ চাই ' এই স্লোগানকে কিছু লোক ট্রলিং করে হাস্যরসের মাধ্যমে তুচ্ছ করে তুলছেন। আপনার সুষ্ঠ বিনোদনের অভাব তাই আপনার অসুস্থ মস্তিষ্ক একটা বৃহৎ জনগোষ্ঠীর দাবিকে তামাশা করে বিনোদন পাওয়ার চেষ্টা করছেন।
নোয়াখালীবাসী আপনার কোন ক্ষতি করে নাই, দেশেরও কোন ক্ষতি করে নাই। তারা দেশের সংবিধান মেনেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরকম দাবি অন্য অনেক জেলার মানুষও করে থাকে। আর করাটা অস্বাভাবিক কিছু নয়।
এই ট্রলার ম্যানদের উদ্দেশ্যে বলছি, আপনার বিকৃত আনন্দের জন্য বৃহৎ জনগোষ্ঠীর ক্ষতি করবেন না। অবশ্য যাদের নোয়াখালীর প্রতি এলার্জি আছে, তারা চুলকিয়ে যান আর প্রতি স্ট্যাটাস কমেন্টে 'নোয়াখালী বিভাগ চাই ' লিখে লিখে ট্রলিং করে আরাম পান। হ্যাপি ট্রলিং।
সৃষ্টিকর্তা সকল চুলকানি ওয়ালাদের শান্তি দিন। আমিন॥

নোয়াখালীর হেটারদের জন্য

একবার এক নোয়াখাইল্লা হেটার আরেক নোয়াখাইল্লা রে বলে, বাউরে হেতে নোয়াখাইল্লা, বেডা কিছু আছে নি সেখানে? যত্তসব। তোগ ছাড়া মনে হয় আমরা চলতে পারুম না।

সেই নোয়াখাইল্লা হেটার একদিন এক দোকানে বসে মাম পানি কিনে খাইতেছে আর বলতেছে, এই নোয়াখাইল্লা দের লইয়া যে কি করি। সালার ঘরের সালারা। ঢাকার মেয়র রে দেখ, কত সুন্দর বানাইতেছে শহর রে । কত প্রজেক্ট হাতে নিছে, দোকানদার হাতের পানির বোতল কেড়ে নিয়ে বলে, এটার মালিক নোয়াখাইল্লা। এটা খাইয়েন না। আর ঢাকার মেয়র সাহেবের বাড়িও নোয়াখালী। ঢাকা ছাইড়া দেন।

রাগ করে সেই মিয়া আবার দোকান থেকে এক প্যাকেট ব্যাংগল বিস্কুট হাতে নিয়ে হালকা বৃষ্টির মাঝে শরীফ ছাতা লইয়া হাটা দিলো। কিন্তু তার মনে একটু ও জানা নাই, বেঙ্গল বিস্কুট আর শরিফ ছাতার ফাউন্ডার নোয়াখাইল্লা।

সে মিয়া ভাই আবার গ্রামে একখান বাড়ি বানাইছে, আবুল খায়ের গ্রুপের গরু মার্কা টিন দিয়া। ঘরের ভিত্রে রাখছে পার্টেক্স এর ফার্নিচার। যেটার দুইটাই নোয়াখালীর।

ঘরে আইশা শরীফ মেলামাইনের উপর ভাত লইয়া টিভি চালাইয়া আর টিভির খবর শুনা শুরু করলো। দুইটার মালিক এর জন্মস্থান নোয়াখালী।

বেচারা হেটার,
গর গর করতে করতে টিভির চ্যানেল চেইজন্জ করে দেখে  যে মোস্তফা সারোয়ার ফারুকি সাহেবের টেলিভিশন ছবি দেখাইতেছে, তাও নোয়াখাইল্লা ভাষা, যেটার পরিচালক নিজেই নোয়াখাইল্লা।

রাগে গদ গদ হয় বেচারা গেলো মার্কেটাইল ব্যাংকে, টাকা উঠাইয়া আজকেই আবুল খায়ের এর গরু মার্কা টিনের উপরে পেইলাক পেইন্ট লাগিয়ে নোয়াখালীর নাম নিশানা উড়াই দিমু।

বেচারার দূর অবস্থা তখন শুরু হইলো যখন জানলো, মার্কেটাইল ব্যাংক এর চেয়ারম্যান নোয়াখাইল্লা, তার উপর পেইলাক পেইন্ট এর মালিক ও আবার নোয়াখাইল্লা।

রাগ করে বের হয়ে বেচারা বাড়িতে যাচ্ছে, একটা গাড়ি এসে চিটকা দিয়ে দিলো তার সাধা শার্টে ময়লা লাগিয়ে। দোকানে গিয়ে আলম এর এক নং পচা সাবান নিয়ে গেলো বউরে দিয়া বল্লো ধুয়ে দিতে।

বলি, ভাই সাব যদি এখন জানে, এই সাবান এর মালিক ও নোয়াখাইল্লা তখন তো কয়লা ধুয়ে ময়লা যাবে না আর।

বেচারা মনে খুব দুঃখ নিয়ে গেলো আমাদের মাননীয় স্পিকার শিরিন সারমিন এর কাছে। আর বললো, ম্যাডাম, যেখানে যাই, সেখানেই নোয়াখাইল্লা। আমি এখন কি করবো? এর থেকে বাচার উপায় বলে দেন।

ব্যাপার টা তখন পর্যন্ত ঠিক ছিলো। একটু পর স্পিকার সাহেবের পি এ এসে বলে, উনি নিজেই তো নোয়াখাইল্লা, জলদি ভাগেন ।

অসহায় ভাইটির মদ খাবার হ্যাবিট নাই। তাই রাগ করে একটা জিরা পানি মদের বোতলের মত ধরে খাইতে খাইতে রাস্তায় হাটা শুরু করলো।

ভাইটি জানতেও পারলো না, যে জিরা পানি খেয়ে অভিমান কমানোর চেস্টা করছেন, সেটাও নোয়াখাইল্লা প্রোডাক্ট। ।।

দেশের সকল নোয়াখাইল্লা হেটার দের জন্য এক মিনিট নিরবতা।
C.paste

Wednesday, April 26, 2017

এসএসসি রেজাল্ট দেখুন সহজেই SSC 2017

মোবাইল এস.এম.এস এর মাধমে ফলাফল দেখা যাবে যেভাবেঃ
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
SSC RAJ 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর,
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
Dakhil MAD 123456 2017 পাঠিয়ে দিন 16222নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
SSC Tec 123456 2017 পাঠিয়ে দিন 16222নম্বরে।
ওয়েবসাইটে দেখুন: www.educationboardresults.gov.bd

সাধারণ জ্ঞানের অসাধারণ আয়োজন ....

☆ এক কাপ কফিতে ১০০ এরও বেশি রাসায়নিক পদার্থ
আছে।
☆ গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে
নামানো যায় না ।
☆ চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
☆ হাসার জন্য ব্রেন এর পাঁচটি অংশের কার্যক্রম এর
প্রয়োজন হয়!! তাই হাসাটা এত সহজ নয়!!
☆ হিটলার এবং স্টালিন; যারা ৪ কোটি মানুষ হত্যার
জন্যে দায়ী; তারাই শান্তিতে নোবেল পুরুস্কারের
জন্যে মনোনীত হয়েছিলেন।
☆ কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর
সরাসরি গিলে ফেলে!!
☆ কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে
স্বপ্ন দেখছে না!!
☆ ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের
শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!
☆ একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট
উপর
থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা
ব্যাথা পায় না বা আহত হয় না!!
☆ একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার
ভিটামিন থাকে!!
☆ একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ
০.০০২৫ গ্রাম!
☆ কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!!
☆কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে
একত্রেও সেই পরিমাণ লেক নেই।।
☆ কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।
☆ গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের মধ্যে ২৫%
লোকের
জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন হয়।।
☆ গোল্ড ফিস ৩ সেকেন্ডের জন্যে তার স্মৃতিশক্তি ধরে
রাখতে পারে।
☆ ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!!
☆ চিতা হল স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির
প্রাণী!! এটা ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে
পারে!! আর মাত্র ৩ সেকেন্ডে এটা শূন্য থেকে ঘণ্টায়
১০০ কিলোমিটার গতি তুলতে পারে যা প্রাণিজগতে
অদ্বিতীয়!!
☆ জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হলোপাহাড় 

একি করলো অপু!

গোপনে বিয়ে করছে, সংসার করছে, বাচ্চাও হইছে।
কিন্তু হঠাৎ করে ঢোল বাজিয়ে জনগণকে কেন জানালেন এই গোপন কাহিনী।
এই ধরনের মেয়েরা আসলেই স্বার্থপর। স্বার্থে আঘাত লাগার পর জনগণরে বিচার দিল, এর আগে নয়।
এখনতো ঠিকই সংসার করতছে সাকিব।
অযথা জনগণের হয়রানী করলো অপু বিশ্বাস ॥

Tuesday, April 25, 2017

LIFE IS IMPOSSIBLE,
WITHOUT FRIENDS....

জীবন ঘড়ি.......


টিক টিক টিক টিক যেই ঘড়িটা
বাজে ঠিক ঠিক বাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

ঝক ঝক পক পক করে যদ্দিন
ঘড়ির চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে
খরিদ দারেরা,
সময় মত সময় দিলে সবখানে বিরাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
 লাগবে কয়দিন কাজে।

চক চক তক তক জীবন ঘড়ি
করে যতদিন
দাম থাকে তার সবার কাছে
 বন্ধু ততদিন,
মনের মাধুরী মিশিয়ে
 সাজাই নানান সাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

যায় যায় যায় যায় দিন চলে যায়
কুরআন পড়লাম না,
কত নোবেল নাটক পড়লাম
হাদীস ধরলাম না।
সত্যিকারের খাঁটি মুমিন
 মুসলিম হলাম না যে,
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

হায় হায় আসল ঘড়ির
অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল
অর্থ খুজলাম না।
 খাইলাম দাইলাম ঘুরলাম শুধু
 এই দুনিয়ার মাঝে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

মিজানুর রহমান রায়হান

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড বাংলালিংক'র গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টারকার্ড। ক...