Tuesday, April 25, 2017

জীবন ঘড়ি.......


টিক টিক টিক টিক যেই ঘড়িটা
বাজে ঠিক ঠিক বাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

ঝক ঝক পক পক করে যদ্দিন
ঘড়ির চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে
খরিদ দারেরা,
সময় মত সময় দিলে সবখানে বিরাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
 লাগবে কয়দিন কাজে।

চক চক তক তক জীবন ঘড়ি
করে যতদিন
দাম থাকে তার সবার কাছে
 বন্ধু ততদিন,
মনের মাধুরী মিশিয়ে
 সাজাই নানান সাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

যায় যায় যায় যায় দিন চলে যায়
কুরআন পড়লাম না,
কত নোবেল নাটক পড়লাম
হাদীস ধরলাম না।
সত্যিকারের খাঁটি মুমিন
 মুসলিম হলাম না যে,
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

হায় হায় আসল ঘড়ির
অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল
অর্থ খুজলাম না।
 খাইলাম দাইলাম ঘুরলাম শুধু
 এই দুনিয়ার মাঝে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে।।

মিজানুর রহমান রায়হান

No comments:

Post a Comment

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড বাংলালিংক'র গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টারকার্ড। ক...