Wednesday, May 3, 2017

ডা. লুৎফর রহমান

মোহাম্মদ লুৎফর রহমান
মোহাম্মদ লুৎফর রহমান একজন বাঙালি সাহিত্যিক। ১৮৮৯ সালে মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস যশোর জেলার হাজীগ্রামে। লুৎফর রহমান এফএ পর্যন্ত পড়াশুনা করেন।তিনি প্রথমে শিহ্মক এবং পরে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন।নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারীশক্তি নামে এক্তি পত্রিকা প্রকাশ করেছিলেন।তিনি চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে খ্যাত হয়েছিলেন। তাঁর প্রবন্ধ সহজবোধ্য কিন্তু ভাবগম্ভীর।তিনি মহান জীবনের লহ্ম্যে সাহিত্যের মাধ্যমে মহান চিন্তাচেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। গভীর জীবনবোধ,মানবিক মূল্যবোধ,উচ্চ জীবন,সত্য জীবন,মানব জীবন,সূহ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তাঁর রচনার প্রসাদ্গুণ।প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা,উপন্যাস ও ছোটদের বই রচনা করেছেন।১৯৩৬ সালে তিনি পরলোকগমন করেন।
গ্রন্থতালিকা
উন্নত জীবন
উচ্চ জীবন
সত্য জীবন
মানব জীবন
প্রীতি উপহার

No comments:

Post a Comment

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড

বাংলালিংকের গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টার কার্ড বাংলালিংক'র গ্রাহক হলেই বিনামূল্যে মিলবে প্রি-পেইড মাস্টারকার্ড। ক...